‘রিজাল ব্যাংককে অর্থ ফেরত দিতেই হবে’

আপডেট: ডিসেম্বর ২, ২০১৬, ১২:১৩ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


বাংলাদেশের ব্যাংকের চুরিকৃত অর্থ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনকে (আরসিবিসি) অবশ্যই ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেছেন, ‘ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানানো অনৈতিক। কারণ তারা এ ঘটনায় দ্বায় স্বীকার করেছে। এখন অর্থ ফেরত দিতে না চাওয়া অগ্রহণযোগ্য। তাদের অর্থ ফেরত দিতেই হবে।’
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে অর্থ উদ্ধারের বিষয়ে আইনমন্ত্রীর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলের অগ্রগতি সর্ম্পকে জানতে চাইলে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘ফিলিপাইন সরকারের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। তারা রিজার্ভ চুরির অর্থ ফেরত পেতে আমাদের সব ধরনের আইনি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ফিলিপাইনের সিনেটে এ ঘটনায় স্থগিত শুনানি আবার শুরু করার আশ্বাস দিয়েছে তারা।’
ফিলিপাইনের প্রেসিডেন্টের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক হয়নি কেন, তা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন,  ‘প্রেসিডেন্টের  ব্যস্ততার কারণে বৈঠকটি স্থগিত হয়েছে। এর সঙ্গে চুরি যাওয়া অর্থ ফেরত না দেওয়ার কোনো সম্পর্ক নেই।’
তিনি বলেন, ফিলিপাইনের আইন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে। তিনি  অন্য কাজে ব্যস্ত ছিলেন। আইন প্রতিমন্ত্রী, তাদের চিফ প্রসিকিউটরসহ সংশ্লিষ্টদের সঙ্গে মামলার ব্যাপারে খোলাখুলি আলাপ করেছি।’- রাইজিংবিডি