রুয়েটও বন্ধ ঘোষণা, বিকেল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশ
আপডেট: জুলাই ১৭, ২০২৪, ২:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুর দেড়টায় জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তি শিক্ষার্থীর ইমেইলে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রুয়েট বন্ধ ঘোষণা করা হয়েছে। রুয়েটের ১০৪তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বিকেল পাঁচটার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।