রুয়েটের নতুন ভিসি হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক

আপডেট: অক্টোবর ২৮, ২০২৪, ৯:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক। সোমবার (২৮ অক্টোবর) সকালে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীর কাছে যোগদানপত্র দাখিল করেন।

রোববার রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাককে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

তার যোগদানের সময় উপস্থিত ছিলেন সাবেক উপাচার্য, বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, সকল অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শাখা প্রধান ছাড়াও জেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। তার যোগদানকে স্বাগত জানিয়েছেন রুয়েটের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠন, ক্লাব, সোসাইটি ও রাজনৈতিক দলের পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এদিন সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। তিনি রুয়েটের শিক্ষা, প্রশাসনিক ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে একটি পরিবারের মত ঐক্যবদ্ধভাবে স্ব স্ব দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের সকলের চেষ্টা হবে এই বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, যাতে এখানকার শিক্ষার্থীরা দেশের গন্ডি ছাড়িয়ে বৈশ্বিক পরিমন্ডলে এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও খ্যাতিকে নতুন পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ