রুয়েটে পবিত্র ইদ-ই-মিলাদুন্নবী (সা:) পালিত

আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ৮:২৭ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পবিত্র ইদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।



সোমবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ইদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. তারিফ উদ্দীন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পবিত্র ইদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে দোয়া পরিচালনা করেন রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান পেশ ইমাম মো. নাজমুল আলম।

এ বিভাগের অন্যান্য সংবাদ