রুয়েটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস

আপডেট: মার্চ ২৬, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বুধবার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
বুধবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন ও আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

এরপর সকাল পৌনে ১০ টায় মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন চলতি দায়িত্বের উপাচার্য অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান। রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরপরই বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়াও ছাত্র-ছাত্রী, রুয়েটস্থ বিভিন্ন সংগঠন, ক্লাব ও সোসাইটি পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এর পরপরই বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শহীদ ছাত্রদের কবর জিয়ারত করা হয়।

এসময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন কমিটির সভাপতি এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, বিশিষ্ট শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মকর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version