শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় রুশ বিপ্লবের শততম বর্ষ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১টায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ওই সভা থেকে দু’দিনব্যাপি ( আগামী ৬ ও ৭ নভেম্বর) কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- ৬ নভেম্বর নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও শিক্ষা প্রতিষ্ঠানে পথসভা, গণসঙ্গীত, রুশবিপ্লবের সঙ্গীত পরিবেশন এবং মহান রুশ বিপ্লবের শতবর্ষের দিন ৭ নভেম্বর বিকেল ৫টায় রাজশাহী প্রেসক্লাব চত্বরে শোষণ-বঞ্চনামুক্ত, মুক্তিযুদ্ধের চেতনার আলোকে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় দেশি-বিদেশি মার্কসবাদী ও লেলিনবাদী আন্দোলনের পথিকৃতদের সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে কর্মসূচিকে সফল করতে নগরীতে সপ্তাহব্যাপি প্রচারণার সিদ্ধান্ত গৃহিত হয়।
প্রস্তুতি সভায় বক্তরা বলেন, ‘জননেতা আতাউর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে দুখী-মেহনতি বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। দেশে ত্যাগ-তিতিক্ষার রাজনীতির ধারা ফিরিয়ে আনতে আজকের দিনে রুশ বিপ্লবের প্রেক্ষাপট জাতির সামনে তুলে ধরতে হবে।’
সংগঠনের সহ-সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন-সেক্টর কমান্ডার ফোরাম রাজশাহী মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য আহম্মেদ সফিউদ্দিন, সাম্যবাদী দলের নগর সম্পাদক কমরেড মাসুদ রানা, রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইদুর রহমান, যুগ্ম-সম্পাদক আসলাম-উদ-দৌলা, সাংবাদিক কাজী রকিব উদ্দিন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু প্রমুখ।