শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিতের পর এবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৪ ও ২০১৫ সিরিজের আন্দোলনকারী শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। আজ বৃহ¯পতিবার সকাল ১০টার মধ্যে রুয়েটের টিনশেড হলের ২০১৪ ও ১৫ সিরিজের শিক্ষার্থীদের হল ছাড়ার জন্য প্রাধ্যক্ষ স্বাক্ষরিত নোটিশে নির্দেশ দেয়া হয়েছে। ওই হলের অধিকাংশ শিক্ষার্থী ক্রেডিট প্রথা বাতিলের দাবিতে রুয়েটে চলমান আন্দোলনে সক্রিয় বলে জানা গেছে।
গতকাল বুধবার টাঙানো এ নোটিশে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের টিনশেড হলের সকল আবাসিক (১৪ ও ১৫ সিরিজ) ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ থাকবে। আগামীকাল সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হল।
এ বিষয়ে রুয়েটের টিনশেড হলের সহকারী প্রাধ্যক্ষ মহিবুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের ফলে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ওই দুই সিরিজের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের একাডেমিক কার্যক্রম স্থগিত আছে। একাডেমিক কার্যক্রম শুরু হলে হল খুলে দেয়া হবে।’
রুয়েট সূত্রে জানা যয়, দুই সিরিজের শিক্ষার্থীরা ২৮ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে ৩৩ ক্রেডিট প্রথা বাতিলের দাবিতে টানা আন্দোলন করে আসছিলো। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার এই দুই সিরিজের একাডেমিক কার্যক্রম স্থগিত করে রুয়েট প্রশাসন।
অন্যদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।