রুয়েটে দিনব্যাপী টেকনো ফেয়ার অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ১২, ২০২৩, ১০:১২ অপরাহ্ণ


রাবি প্রতিবেদক:


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(রুয়েট) ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজী (আইআইসিটি) এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী টেকনো ফেয়ার ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে এই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আর এদিন বিকালে এই অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

টেকনো ফেয়ারের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অতিরিক্ত দায়িত্বের চেয়ারম্যান। আয়োজন কমিটির সভাপতি ও গবেষনা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, অনুষ্ঠানের কো-অর্ডিনেটর ও আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।

দিনব্যাপী অনুষ্ঠিত এই ফেয়ারে রুয়েটের চারটি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের বিভাগের ২৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। টেকনো ফেয়ারে তারা চারটি ইভেন্টে অংশগ্রহণ করেন। ইভেন্টগুলো হলো- আইডিয়া কনটেস্ট, ইনোভেশন প্রজেক্ট শোকেসিং, রোবো ফাইট ও লাইন ফলোয়ার রোবট। সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অতিরিক্ত দায়িত্বের চেয়ারম্যান বলেন, জ্ঞানভিত্তিক ও মেধাভিত্তিক সমাজ গড়তে হলে শিক্ষার্থীদের গবেষণা কাজে উৎসাহিত করতে হবে।

রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেছেন, ২০৪১ সালের মধ্যে একটি সাশ্রয়ী, বুদ্ধিদীপ্ত, টেকসই, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, ডীনবৃন্দ, বিভাগীয় প্রধান , দপ্তর প্রধান সহ শিক্ষক ,শিক্ষার্থী ও উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।