শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক :
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দু’দিনব্যাপী ‘মেক্যা ফেস্ট’ (ম্যাকানিক্যাল ফেস্টিভ্যাল) শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে রুয়েটের যন্ত্রকৌশল বিভাগ কর্তৃক আয়োজিত এ ফেস্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।
ফজলে হোসেন বাদশা বলেন, শিক্ষাই রাজশাহীর প্রাণ, তাই রাজশাহীকে উন্নত শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে হবে। এরজন্য সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান পৃষ্টপোষক হিসেবে বক্তব্য রাখেন রুয়েটের উপাচার্য ড. মোহা. রফিকুল আলম বেগ। যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক নীরেন্দ্র নাথ মুস্তাফী ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. এন এইচ এম কামরুজ্জামান সরকার।
যন্ত্রকৌশল বিভাগের ৫২ বছর পূর্তি উপলক্ষ্যে রুয়েট ক্যাম্পাসে আয়োজিত দু’দিনব্যাপী এই ফেস্টের প্রথম দিনে ‘জব ফেয়ার’ এবং ‘আইডিয়া কনটেস্ট’ অনুষ্ঠিত হয়েছে। ‘জব ফেয়ারে দেশের সনামধন্য ছয়টি প্রতিষ্ঠান অংশ্রগহণ করেন। প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত ও সাক্ষাৎকার গ্রহণ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ বুধকার ‘ক্যারিয়ার টক’, ‘প্রজেক্ট প্রেজেন্টশন’, ‘মেক্যানিক্স অল্পিয়াড’, ‘প্রজেক্ট শো’ এবং ডিজাইনের উপর একটি সেমিনারসহ নানা ইন্টারএ্যাকটিভ ইভেন্ট অনুষ্ঠিত হবে। বুধবার বিকেলে এক সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ ফেস্টের সমাপ্তি ঘটবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ।