রুয়েট উপাচার্যের পদত্যাগ, পদোন্নতির দাবিতে ফের আন্দোলনে রুয়েট শিক্ষকরা

আপডেট: মে ২৯, ২০২৩, ১:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


যোগ্যতা প্রাপ্তির তারিখ থেকে পদোন্নতির দাবিতে ফের উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি করছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকেরা। রোববার (২৮) বেলা পৌনে ১২টা থেকে শুরু করে রাত ৯ টা পর্যন্ত ভারপ্রাপ্ত উপাচার্যকে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রায় অর্ধশতাধিক শিক্ষক। আন্দোলনের মুখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ভারপ্রাপ্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন পদত্যাগ করেছেন।
রোববার (২৮) রাত ৯টার দিকে পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেনের কাছে জমা দেন। রেজিস্ট্রার বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, সব শর্ত পূরণ করেও গত ১৫ মাসে অন্তত ৮০ জন শিক্ষক তাদের ন্যায্য পদোন্নতি ও আপগ্রেডেশন থেকে বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যকে বারবার বলার পর কোনো সমাধান না পাওয়ায় ৪দিন ক্লাসে বিরত থাকাসহ গত মাস থেকে নানাভাবে আন্দোলন করছেন তারা। তারপরও কোনো সমাধান না পাওয়ায় তারা উপাচার্যের কার্যালয়ে অবস্থান নিয়েছিলেন।