সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের চতুর্থ চালান রূপপুর পারমাণবিক প্রকল্পে এসে পৌঁছেছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুক্রবার (২০ অক্টোবর) সকাল ৯:৫৫ টার দিকে সড়কপথে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে। রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কান্তিকুমার মদক ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেনাবাহিনির সার্বিক তত্ত্বাবধানে কড়া নিরাপত্তায় শুক্রবার ইউরেনিয়ামের চালান রূপপুর প্রকল্পে ঠিক মতই এসে পৌঁছেছে। এর আগে পাবনা জেলার প্রবেশ সীমানা ঈশ্বরদীর মুলাডুলিতে ইউরেনিয়ামবাহী কাভার্ডভ্যান এসে পৌঁছায় সকাল ৯:৩০টার দিকে। কান্তি কুমার জানান, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে বিশেষ বিমানে ঢাকায় এসে পৌঁছায় ইউরোনিয়ামের চতুর্থ চালান।
ঈশ্বরদী সার্কেলের এএসপি বিপ্লবকুমার গোস্বামী বলেন, কঠোর নিরাপত্তায় ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুর পারমাণবিক প্রকল্পে প্রবেশ করেছে। এ কারণে শুক্রবার ভোর ৫টা থেকে সকাল প্রায় ১০টা পর্যন্ত ঢাকা থেকে রূপপুর পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর প্রকল্প এসে পৌঁছানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
প্রকল্প সূত্রে জানা যায়, এর আগে ২৯ সেপ্টেম্বর প্রথম চালান রূপপুর পারমাণবিক প্রকল্পে এসে পৌঁছে। এরপর ২য় ও ৩য় চালান রূপপুরে আসে।