বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
ঈশ্বরদীস্থ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের নিকিমত কোম্পানির গাড়িচালক সম্রাট হোসেন (২৯) হত্যাকা-ে অভিযুক্ত প্রধান আসামি মোমিন হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত ডিআইজি ও র্যাব-১২এর অধিনায়ক মো. মারুফ হোসেন পিপিএম। তিনি জানান, রোববার দিবাগত রাতে ঢাকার হাতিরঝিল এলাকার বাংলামোটর থেকে আব্দুল মোমিন হোসেনকে গ্রেপ্তার করা হয়। মোমিন ঈশ্বরদীর বাঁশেরবকাদা গ্রামের বাহাদুর খাঁর ছেলে। এদিকে ঘটনার দিনই গ্রেপ্তার হওয়া মোমিনের স্ত্রী সীমাকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে ঈশ্বরদী থানা পুলিশ। এর আগে শনিবার রাতে ঈশ্বরদী থানায় মোমিন, সীমাসহ ৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন নিহত সম্রাটের বাবা আবু বক্কার।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকা-ের প্রধান আসামী মোমিনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে দ্রুততম সময়ের মধ্যে হত্যা রহস্য উদঘাটিত হলো।
প্রসঙ্গতঃ নিখোঁজের দুইদিন পর ঈশ্বরদী-কুষ্টিয়ার সীমান্তবর্তী শিলাইদহ ঘাট এলাকা থেকে গত শনিবার সকালে গাড়িচালক সম্রাটের মরদেহ উদ্ধার ও ঘটনাস্থল থেকে জব্দ করা হয় বিলাসবহুল একটি প্রাডো জিপ গাড়ি। নিহত সম্রাট ঈশ্বরদী উপজেলার মধ্য অরণকোলা আলহাজ্ব ক্যাম্প এলাকার বক্কার হোসেনের ছেলে।