শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:বেসরকারি উন্নয়ন সংগঠন রূপান্তর এর আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ সমাপ্ত। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে নগরীর একটি অভিজাত হোটেলে শেষ হয়েছে এই প্রশিক্ষণ। রাজশাহী ও রংপুর বিভাগের দশটি জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও যুবনেতা-নেত্রীদের নেতৃত্ব বিকাশের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষককরা সংশ্লিষ্ট জেলায় প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন।
আইআরআই ও ইউএসএ আই ডি’র সহযোগিতায় প্রশিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, দৈনিক সোনার দেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, অধ্যাপক রুম্মান জামান, বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের প্রভাষক সাদিয়া হোসেন প্রমা, খন্দকার এহেসানুল আমিন ইমন, উন্নয়ন কর্মী শাহাদত হোসেন বাচ্চু, কে.এম. আলী সম্রাট, শাহনাজ বেগম ও প্রকল্পের সকল কর্মীবৃন্দ।
প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাসের সঞ্চালনায় দুই দিন ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন আইআরআই এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ ও আইআরআই এর প্রোগ্রাম ম্যানেজার রোখসানা হক।