রেকর্ডবুকে রোহিত, বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে এই ইতিহাস গড়লেন

আপডেট: মার্চ ৫, ২০২৫, ১:১৪ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি। জোড়া মাইলস্টোন ছুঁয়েছেন বিরাট কোহলি। এবার পালা রোহিত শর্মার। মঙ্গলবার ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন হিটম্যান। বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে চারটে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে তুললেন দলকে। ২০২৩ সালের জুনে ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তোলেন।

একই বছর নভেম্বরে একদিনের বিশ্বকাপের ফাইনালে ওঠে টিম ইন্ডিয়া। ২০২৪ জুনে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। এবার মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত অ্যান্ড কোম্পানি।

এমএস ধোনি ভারতকে ২০০৭ এবং ২০১৪ সালে দুটো টি-২০ বিশ্বকাপের ফাইনালে তোলেন। ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জেতেন। ২০১৩ সালে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠে টিম ইন্ডিয়া। কিন্তু কখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ পাননি।

মাহির পরে রয়েছেন কেন উইলিয়ামসন। তিনি নিউজিল্যান্ডকে ২০১৯ একদিনের বিশ্বকাপের ফাইনালে তোলেন। ২০২১ জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে কিউয়িরা।‌ একই বছর নভেম্বরে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। কিন্তু কোনওদিন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেনি।

কপিল দেব এবং এমএস ধোনির পর তৃতীয় ভারত অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতেন রোহিত। এবার নিজের দ্বিতীয় আইসিসি ট্রফি জেতার হাতছানি। ২০২১ নভেম্বরে সাদা বলের ক্রিকেটে রোহিতকে পূর্ণাঙ্গ অধিনায়ক ঘোষণা করা হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর নেতৃত্বে চারটে ম্যাচই জেতে টিম ইন্ডিয়া। এবার পাখির চোখ ফাইনাল।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ