রেলওয়ে শ্রমিক লীগ কর্তৃক ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পানি বিতরণ

আপডেট: মার্চ ৭, ২০২৪, ১২:২৫ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি :বুধবার (৬ মার্চ) সন্ধ্যা ৭.৩০টায় নগরীর শিরোইল রেলওয়ে স্টেশন চত্বরে রাজশাহী বিশ^বিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, রাজশাহী জেলার সদস্য এবং বাংলাদেশ আওয়ামী-লীগ, বাংলাদেশ যুব মহিলা-লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা এর পক্ষ থেকে সুপেয় পানি বিনামূল্যে বিতরণ করে রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, সদর দপ্তর ও ওপেন লাইন শাখা। এ সময় প্রায় ৪০০০ বোতল পানি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, সহ-সভাপতি সেলিম রেজা বাইরন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সাংগঠনিক সম্পাদক শামিম উদ্দিন, প্রচার সম্পাদক সত্যব্রত ইসলাম হৃদয়, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, সদর দপ্তর সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক দেবব্রত দেবু, ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম সহ রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, সদর দপ্তর ও ওপেন লাইন শাখা নেতাকর্মীবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ