রেল লাইনের স্লিপার থেকে সরিয়ে নেয়া হলো বাঁশের ফালি

আপডেট: এপ্রিল ৭, ২০১৭, ১২:৫২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুধপাড়া গণির ঢালান এলাকায় সেতুর ওপর রেললাইন মেরামত করছেন পশ্চিম রেলের প্রকৌশল বিভাগের কর্মীরা- সোনার দেশ

নগরীর উপকণ্ঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুধপাড়া গণির ঢালান এলাকায় রেললাইনের কাঠের স্লিপার নষ্ট হয়ে যাওয়ায় সেগুলো রক্ষায় ব্যবহার করা হয়েছিল বাঁশ ও কাঠের ফালি। লাইন থেকে স্লিপার যাতে স্থানচ্যুত না হতে পারে সেজন্য সেগুলোর ওপর পেরেক ঠুকে ফালি করা বাঁশ ও কাঠ স্থাপন করা হয়। এ সংক্রান্ত একটি সংবাদ গতকাল বৃহস্পতিবার দৈনিক সোনার দেশ’র প্রথম পাতায় ছবিসহ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের আগে বুধবার রাতে পশ্চিম রেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু) শাহজাহান আলীর সঙ্গে কথা বলা হয়। এরপর গতকাল বৃহস্পতিবার দেখা গেল ভিন্ন চিত্র।
সরেজমিনে দেখা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম রেলের প্রকৌশল বিভাগের কর্মীদের নিয়ে স্লিপারের ওপর থেকে বাঁশ ও কাঠের ফালি সরানোর কাজ করছেন প্রকৌশলী পরিমল চন্দ্র বিশ্বাস। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, সাময়িক ব্যবস্থা হিসেবে বাঁশ ও কাঠের ফালি ব্যবহার করা হয়েছিল। এ ব্রিজের চারটি স্লিপার নষ্ট হয়ে গেছে। তবে এখন বাঁশ ও কাঠের ফালি সরিয়ে স্লিপারের নিচের গার্ডারগুলো প্রকৌশল বিভাগের কর্মীদের সারিয়ে নেয়া হচ্ছে। এর ফলে ট্রেন চলাচলে আর কোন ঝুঁকি রইলো না।
এদিকে পশ্চিম রেলের একটি সূত্র জানায়, গতকাল দৈনিক সোনার দেশ’র প্রথম পাতায় সংবাদ প্রকাশের পর পশ্চিম রেলের প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের টনক নড়ে। এরপর বিভাগের সংশ্লিষ্ট কর্মীদের স্লিপারগুলো থেকে বাঁশ ও কাঠের ফালি সরিয়ে দেয়া হয়। স্লিপারের নিচের গার্ডারগুলো ঠিক করা হয়।
এর আগে গত বছরের ১৭ মার্চ ভোরে এই ব্রিজে রেললাইনের স্লিপার সরে যাওয়ার কারণে লাইন ভেঙে যায়। এরপর বেশ কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় রাজশাহী থেকে বিভিন্ন রুটের চারটি ট্রেন চলাচল বন্ধ ছিলো। পরে সেই স্থানে আবার লাইন কেটে স্লিপার জোড়া দিয়ে পুনরায় ট্রেন চলাচল গুরু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ