রেশম গবেষণা কেন্দ্রের শ্রমিকদের আন্দোলন অব্যাহত

আপডেট: মার্চ ৩০, ২০২৩, ১১:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


দৈনিক ৬০০ টাকা হারে বকেয়া ৯ মাসের মজুরিসহ উৎসব ভাতার দাবিতে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের শ্রমিকরা।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করে তারা। এরআগে গত ২৭ মার্চ সকাল সাড়ে ৯ টা থেকে এই কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। এদিন বেলা ১০ টা থেকে প্রায় আড়াই ঘণ্টা ইন্সটিটিউটের কর্মকর্তাদের অবরুদ্ধ করে আন্দোলন করে ১৫৭ জন অনিয়মিত শ্রমিক। পরে কর্মকর্তারা ৯৯৯ এ ফোন দিলে বোয়ালিয়া মডেল থানা পুলিশ কর্তাদের উদ্ধার করে।

শ্রমিকদের দাবি, রেশম বোর্ডের পরিচালকসহ ৪ জন কর্মকর্তার কুটিলতায় তারা বেতন পাচ্ছেন না। এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না। আর আশ্বাস তারা চান না। দাবির বাস্তবায়ন চান।

এবিষয়ে রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের পরিচালক মোহাম্মদ এমদাদুল বারী জানিয়েছিলেন, যে শ্রমিকরা আন্দোলন করছে তারা সবাই একটি প্রজেক্টের। ওই প্রজেক্টের মেয়াদ শেষ হয়েছে ২০২২ সালে জুনে। নতুন করে ওই প্রজেক্টের ২য় পর্যায় অনুমোদনের জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে পরিকল্পনা কমিশনে অনুমোদন হওয়ার পরই বেতন দেয়া সম্ভব হবে। প্রকল্প অনুমোদন না হলে বেতন দেয়া সম্ভব হচ্ছে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ