শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
এইবারের বিপক্ষে গোল করে বার্সেলোনার জার্সি গায়ে স্বদেশি সাবেক তারকা রোনালদিনিয়োর পাশে বসেছেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার।
রোববার প্রতিপক্ষের মাঠে ৪-০ ব্যবধানের জয় পাওয়া ম্যাচটির যোগ করা সময়ে বার্সেলোনার জার্সিতে ৯৪তম গোলটি করেন নেইমার। বার্সেলোনায় হয়ে নেইমার খেলেছেন ১৬৪টি ম্যাচ। কাতালান ক্লাবটির হয়ে ৯৪ গোল করতে ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনিয়োকে খেলতে হয়েছিল ২০৭টি ম্যাচ। বার্সেলোনার সর্বকালের সেরা ফুটবলারদের একজন রোনালদিনিয়ো ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স লিগসহ ক্লাবটিকে অনেক শিরোপা জেতাতে অবদান রাখেন। নেইমারও বার্সেলোনার হয়ে সাফল্য পেয়ে যাচ্ছেন। একটি চ্যাম্পিয়ন্স লিগসহ বার্সেলোনার হয়ে নেইমার এরই মধ্যে জিতে ফেলেছেন ৯টি ট্রফি। ২০১৩ সালে ব্রাজিলের সান্তোস থেকে বার্সেলোনায় নাম লেখানো নেইমারের সঙ্গে নতুন চুক্তিও করেছে কাতালুনিয়ার ক্লাবটি। কাম্প নউতে তিনি থাকবেন ২০২১ সালের জুন পর্যন্ত।