বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক বর্বর হামলা ও হত্যাকা-ের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন থেকে মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনায় নিশ্চুপ থাকায় ওই দেশের সরকার ও শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচির নোবেল পুরষ্কার ফিরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে মুসলমানদের বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে, মানুষ পুড়িয়ে মারা হচ্ছে, মা-বোনদের ধর্ষণ করা হচ্ছে। অথচ শান্তিতে নোবেল বিজয়ী সেই দেশের সরকার অং সান সুচি নির্বিকার রয়েছেন। রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য বক্তারা জাতিসংঘ, ওইসি সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।
দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল আজিজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক আব্দুর রহমান সিদ্দীকী, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহফুজ, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইমরুল শেখ ইমু, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলতাফ প্রমুখ।