মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীর সাবেবাজার জিরোপয়েন্টে গতকাল শনিবার মানববন্ধন থেকে রোহিঙ্গাদের জন্য পৃথক আরাকান রাষ্ট্র গঠনের দাবি জানিয়েছে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের নেতারা। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে তারা বলেন, আরাকানে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হচ্ছে। এ অবস্থায় বাংলাদেশের উচিত মিয়ানমারের উপর কূটনীতিক চাপ প্রয়োগ করা। এছাড়া রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্যও সরকারের কাছে তারা দাবি তুলে ধরেন।
মানববন্ধনে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহম্মদ শাখাওয়াত হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক ড. কাবীরুল ইসলাম, দপ্তর সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, রাজশাহী জেলা পশ্চিম সভাপতি দুরুল হুদা, সহসভাপতি মাওলানা দুবরুল হুদা প্রমুখ বক্তব্য রাখেন।