রোহিতও ফিরিয়ে দিচ্ছেন পুরস্কারের টাকা

আপডেট: জুলাই ১২, ২০২৪, ৪:৫৭ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


পুরস্কারমূল্য নিয়ে সমস্যা। টি২০ বিশ্বকাপ জেতার পর ভারতীয় ক্রিকেট বোর্ড ১২৫ কোটি টাকা পুরস্কারমূল্য ঘোষণা করেছিল। তার মধ্যে হেড কোচ দ্রাবিড়কে ৫ কোটি টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু দ্রাবিড়ের সাপোর্ট স্টাফরা পেয়েছেন আড়াই কোটি টাকা করে।

টাই মানতে পারছেন না দ্রাবিড়। বলে দিয়েছেন, বাকিদের আড়াই কোটি আর আমার পাঁচ কোটি এটা মেনে নেওয়া সম্ভব নয়। এবার শোনা যাচ্ছে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাও এই কথাই বলছেন।

দল জেতায় টিম ইন্ডিয়ার প্রত্যেক ক্রিকেটারকে দেওয়া হবে ৫ কোটি করে। আর দ্রাবিড় সহ সাপোর্ট স্টাফদের আড়াই কোটি করে। এটাই মেনে নিতে পারছেন না রোহিত। বলে দিয়েছেন, নিজের প্রাপ্যর ৫ কোটি টাকা তিনি নেবেন না।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version