লক্ষাধিক কর্মী সমাগমের টার্গেট রেখে প্রস্তুতি দেড় দশক পর আজ রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াতের কর্মিসম্মেলন

আপডেট: জানুয়ারি ১৮, ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


দীর্ঘ দেড় বছর পর রাজশাহীতে প্রকাশ্যে বড় কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। শনিবার (১৮ জানুয়ারি) ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে প্রায় লক্ষাধিক নেতা-কর্মীর সমবেত হওয়ার আশা করছে জামায়াত।

রাজশাহী জেলা ও মহানগর জামায়াত যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। সকাল ৯টায় কর্মিসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় অন্য নেতারাও।
কর্মী সম্মেলন ছাড়াও এ দিন দুপুরে চিকিৎসক সমাবেশ এবং বিকাল ৩টায় নারী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হবে। একইদিন বাদ মাগরিব ব্যবসায়ীদের নিয়ে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে দলটি।

কর্মী সম্মেলনের প্রস্তুতির সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করতে শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের আমীর ড. মাওলানা কেরামত আলী, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনসহ অন্য নেতারা মাঠ পরিদর্শন করেন। স্থানীয় নেতা-কর্মীরাও সেখানে যান। এছাড়া শুক্রবার সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল দেখা গেছে।

জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের আমীর ড. মাওলানা কেরামত আলী বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের সমাবেশ তো দূরের কথা, একটি সভাও করতে দেয় নি। নানা নাটক সাজিয়ে নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে। নির্যাতন করেছে। দীর্ঘ ১৫ বছর পর আমরা এমন সম্মেলন আয়োজন করতে পারছি। এতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এই সম্মেলনে জেলা ও মহানগর থেকে লক্ষাধিক নেতাকর্মী আসবেন। আমীরে জামায়াত তাদের দিক-নির্দেশনা দেবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ