লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট: জানুয়ারি ২, ২০১৭, ১০:৫৮ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।
লক্ষ্মীছড়ি থানার ওসি আরিফ ইকবাল জানান, সোমবার ভোর ৪টার দিকে চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে একটি অবৈধ বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ তার সরকারি বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি এলাকার কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শামসুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ, আনসার ও সেনাসদস্যদের একটি দল অভিযান চালিয়ে চেয়ারম্যানকে গ্রেপ্তার করে।
তার নামে অস্ত্র আইনে মামলা হবে বলে জানিয়েছেন ওসি আরিফ ইকবাল।- বিডিনিউজ