সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
আইনি জটিলতা কেটে যাওয়ায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীর শূন্য আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ইসির উপসচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, আগামী ৩১ জানুয়ারি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের ভোটগ্রহণ হবে।
মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আদালতের স্থগিতাদেশ উঠে যাওয়ায় উপ নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই। এজন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।”
এ আসনে উপ নির্বাচনের জন্য ২০১৫ সালের ২৮ অক্টোবর ভোটের দিন রেখে নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ করলেও লতিফের ভাই কাদের সিদ্দিকীর রিট আবেদনে ভোট আটকে যায়।
কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে দেয়া হাই কোর্টের রায়ের বিরুদ্ধে তার করা আপিল গত ১৮ জানুয়ারি আপিল বিভাগে খারিজ হয়ে গেলে নির্বাচন অনুষ্ঠানের বাধা কাটে।
ফরহাদ আহাম্মদ খান জানান, এ উপ নির্বাচনে তিনজন প্রার্থী রয়েছেন। ভোটের সবধরণের প্রস্তুতিও নেয়া হচ্ছে।- বিডিনিউজ