লন্ডনে ধর্মগ্রন্থ অবমাননায় দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১২:২৩ অপরাহ্ণ

একই ফ্রেমে বিগ বেন ও ব্রিটেনের পতাকা। ফাইল ছবি: রয়টার্স

সোনার দেশ ডেস্ক :


ব্রিটেনে ধর্মগ্রন্থ পোড়ানো এবং এ ঘটনা ঘিরে হামলায় দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে লন্ডন পুলিশ।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের বিবৃতিতে জানানো হয়, নাইটসব্রিজের রুটল্যান্ড গার্ডেনে এক ব্যক্তিকে কোরানের একটি কপি পোড়াতে দেখা যায়।

এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশের পর ডার্বির ৫০ বছর বয়সী হামিত কসকুনের বিরুদ্ধে গুরুতর জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দায়ের করা হয়েছে। তাকে পরবর্তীতে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।

এদিকে, ওই ব্যক্তিকে আক্রমণ করার দায়ে চেলসির ৫৯ বছর বয়সী মুসা কাদরির বিরুদ্ধে আরেকটি অভিযোগ আনা হয়েছে। অবশ্য তিনি জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার তাকে একই আদালতে হাজির করার কথা রয়েছে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ