শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
বাগমামারায় অনুষ্ঠানে আ’লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কার্যনর্বিাহী কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন , আ’লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ বিএম মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরীসহ নেতৃবৃন্দ-সোনার দেশ
‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে শান্তি ও উন্নয়নের মহাসড়কে বাগমারা’ শীর্ষক অনুষ্ঠানে আ’লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক সাংসদ জাহাঙ্গীর কবির নানক বলেছেন, লন্ডনে বসে খালেদা ও তারেক রহমান পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। জনগণ তা মেনে নিবে না। আগামী সংসদ নির্বাচনে দলীয়ভাবে নৌকা প্রতীকে যাকেই মনোনয়ন দেয়া হবে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গতকাল শনিবার সকালে বাগমারা ভবানীগঞ্জ নিউমার্কেটে উপজেলা আ’লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংসদ নানক বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে দেশের মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। প্রান্তিক জনগণের জন্য মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, শিক্ষা উপবৃত্তি, একটি বাড়ি একটি খামারপ্রকল্প ও আশ্রয়ন প্রকল্পসহ বিভিন্ন সুযোগসুবিধার ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী জঙ্গিদের দমন করে মানুষের শান্তি বজায় রাখার চেষ্টা করছেন। তিনি বলেন, মা বোনদের চিকিৎসার জন্য কমিউনিটি ক্লিনিক তৈরি করেছেন। বিএনপির প্রধানমন্ত্রীকে বারবার হত্যার চেষ্টা চালিয়েছে। সেসব মামলার আসামী তারেক রহমান। তারেক রহমানের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই নেই বলে তিনি মন্তব্য করেন।
জাহাঙ্গীর কবির নানক আরো বলেন, আ’লীগের নেতাকর্মীদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, কিন্তু প্রতিহিংসা নেই। ড. ইউনুসের ওপর সারাদেশের মানুেেষর মতো আওয়ামী লীগও আতঙ্কিত। কারণ বিভিন্ন সময়ে গণতন্ত্রকে সমাহিত করার চেষ্টা করেছেন। এমনকি তারা দেশের মাটিতে ওয়ান ইলেভেন ঘটিয়েছেন।
এদিকে বিশেষ অতিথির বক্তব্যে আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আ’লীগের প্রচার ও কার্যক্রম পরিচালনার জন্য বাগমারায় স্থাপিত বঙ্গবন্ধু কমপ্লেক্স একটি মাইলফলক হয়ে থাকবে। আ’লীগ সরকারের আমলে বাগমারায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর উন্নয়নকে গতিশীল করার জন্য বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।
রাসিকের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন আরো বলেন, রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। জনগণের জন্য আ’লীগের রাজনীতি। রাজশাহীকে পিছিয়ে রাখার আর কোন সুযোগ নেই। জঙ্গিবাদীদের দিয়ে কোন উন্নয়ন সম্ভব না। স্বাধীনতার পর থেকে বিএনপি-জামায়াত দেশের মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে শুধু শোষণ করে গেছে। রাজশাহীর মাটিতে শান্তি, নিষ্ঠা, সহনশীল ও সততার সঙ্গে রাজনীতি করতে হবে বলে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের হুশিয়ারি করে দেন।
রাজশাহীর বাগমারা উপজেলায় উপকারভোগীদের অংশগ্রহণে সমাবেশে সভাপতিত্ব করেন, বাগমারা উপজেলা আ’লীগের সভাপতি ও সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, আ’লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ বিএম মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী জেলা আ’লীগের সভাপতি ও সাংসদ ওমর ফারুক চৌধুরী, আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, সাংসদ আখতার জাহান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ। এছাড়া সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।