লন্ডনে ১০০ মিটার ও রিলেতে দৌড়ে বোল্টের অবসর

আপডেট: জুলাই ২০, ২০১৭, ১২:৫৩ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


২০১৬ রিও অলিম্পিকের পরই জানিয়েছিলেন লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষে বিদায় জানাবেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে। কিন্তু কিছুদিন আগে উসাইন বোল্ট জানান, সিদ্ধান্ত পাল্টাতেও পারেন তিনি। তবে জ্যামাইকান গতিদানব গতকাল নিশ্চিত করেছেন, লন্ডনে ১০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে দৌড়াবেন; এরপরই অবসরে যাবেন।
আটবারের অলিম্পিক সোনা জয়ী ৩০ বছর বয়সি বোল্ট বলেছেন, ‘আমার লক্ষ্য লন্ডনে জয়। জয়ী চিরকুটের ওপর অবসর নিতে চাই আমি।’ লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপ হবে ৪ থেকে ১৩ আগস্ট। ছেলেদের ১০০ মিটারের ফাইনাল হবে ৫ আগস্ট শনিবার। আর ৪*১০০ মিটার রিলে হবে এর পরের শনিবার, যেখানে শেষবারের মতো ট্র্যাকে নামবেন বোল্ট।
২০০৮ বেইজিং, ২০১২ লন্ডন ও ২০১৬ রিও- সর্বশেষ তিনটি অলিম্পিক গেমসেই ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে সোনা জেতেন বোল্ট। গড়েন ‘ট্রিপল ট্রিপল’-এর কীর্তি। কিন্তু সতীর্থ নেস্তা কার্টারের ডোপপাপে বেইজিং অলিম্পিকে ৪*১০০ মিটার রিলেতে জেতা সোনা হারাতে হয় তাকে।
গত জুনে ঘরের মাঠে শেষবারের মতো ট্র্যাকে নামেন বোল্ট। লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে শুক্রবার মোনাকোতে ডায়মন্ড লিগে ১০০ মিটারে দৌড়াবেন এই গতিদানব।