বুধবার, ৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) দাতা সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকল্প এলাকা হরিয়ান ইউনিয়ন এর মল্লিকপুর গ্রামে শিক্ষা সহায়তা ও মেধাবৃত্তি কর্মসূচির উপকারভোগি ১০০জন শিশু সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ (খাতা-করম) বিতরণ করা হয়।
এছাড়া ২০২৩ সালে উত্তির্ণ ভালো ফলাফলকারী ৩০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
রোববার (২৭ অক্টোবর) শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন উপস্থিত ছিলেন। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন আজকের শিশু আগামীর ভবিষ্যত সুতরাং তোমাদের পড়াশুনা করে মাথা উঁচু করে সমাজের প্রতিষ্ঠা লাভ করতে হবে। তিনি গত বার্ষিক পরীক্ষা যারা ভালো ফলাফল করেছে সকলকে পুরুস্কৃত করেন এবং সামনের দিকে এগিয়ে যেতে পড়াশুনায় মনোযোগি হওয়ার আহবান জানান। তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন নিজ নিজ সস্তানের সাথে বন্ধুশুলভ আচারণ কনবেন এবং তার সংগীদের ব্যপারে নজর দিবেন।
তিনি বলন, এই পুরস্কার পড়াশুনায় মনিযোগি হয়ে ভালো ফলাফল করার জন্য উৎসাহিত করবে। এছাড়া তিনি লেখাপড়ার পাশাপাশি ধেলাধুলা করার আহবান জানান। শিক্ষা উপকণ বিতরণ অনুষ্ঠানে সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রামি এসিসটেন্ট টুম্পা পাল, পল্লী চিকিৎসক মোঃ শহিদুল ইসলাম, সমাজসেবী জরিনা খাতুন সহ সহ ১০০ শিশু সদস্য ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।