মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আ’লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন
প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী শহরের সাথে মানানসই বা রাজশাহীকে আরোও এক ধাপ এগিয়ে দেই এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এমন প্রতিষ্ঠান আরো হোক। শুধু পরিবেশ নই, খাদ্যদ্রব্যও মানসম্মত হবে এটি প্রত্যাশা করি।
তিনি আরো বলেন, যে রাজশাহী আমি গড়ার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছি, কতটুকু করতে পেরেছি সেটা আপনারা মূল্যায়ন করবেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন লবঙ্গ গার্ডেন এন্ড কনভেনশন সেন্টার এর কর্ণধার ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু। তিনি জানান, শুধু ব্যবসা নয়, বিনোদন ও কর্মসংস্থানের জন্য ব্যতিক্রমী আয়োজনে লবঙ্গ গার্ডেন এন্ড কনভেনশন সেন্টার সাজানো হয়েছে। শিশুদের খেলাধূলার আলাদা কর্নার রাখা হয়েছে। এখানে আসলে যেকারো ভালো লাগবে।
অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।