শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা ও চার্জার রিকশা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর রেলগেট এলাকায় অভিযান পরিচালিত হয়। রাজশাহী সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
নগরভবন হতে রেলগেট পর্যন্ত অটোরিকশার লাইসেন্স নবায়ন না থাকায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ৯২ (৩) ধারায় ৭টি মামলা দায়ের করে ৭ জনের নিকট হতে ৮৫০ টাকা অর্থদ- আদায় করা হয়। আটককৃত অটোরিকশা নগরভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়।
রাসিক ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন বলেন, রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটো/চার্জার রিকশার মালিক ও চালকরা অতি দ্রুত সময়ের মধ্যে ২০২৪-২০২৫ অর্থ বছরের নবায়ন করতে হবে। অবৈধভাবে (লাইসেন্সবিহীন) অটোরিক্সা ও চার্জার রিকশাকে চলাচল না করার জন্য নির্দেশনা দেন। যদি কেউ অবৈধ লাইসেন্স বিহীন অটো/চার্জার রিক্সা রাজশাহী মহানগরীতে চলাচল করে তাহলে সে সকল গাড়ি আটক করে ডাম্পিংসহ তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।