লাখো শহীদের রক্তে লেখা বাংলাদেশ : লিটন

আপডেট: ডিসেম্বর ৩০, ২০১৬, ১২:১৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান চিরস্মরণীয়। যুগ যুগ ধরে ইতিহাসে লেখা থাকবে। ৩০ লাখ শহীদের রক্তে লেখা বাংলাদেশ। ত্যাগের বিনিময়ে স্বাধীন দেশে লাল সবুজের পতাকা উড়ছে। স্বাধীনতাবিরোধীরা মাঝে মাঝে সহিংসতা ও আন্দোলন করে তাদের আধিপত্য বিস্তার করতে চায়। মাথা উচু করে দাঁড়ানোর চেষ্টা করে। গতকাল বৃহস্পতিবার সন্ধায় নগরীর ২৮ নম্বর ওয়ার্ড (পশ্চিম) যুবলীগের উদ্যোগে নগরীর মতিহার থানাধীন কাজলা-বাজেকাজলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, মতিহার থানা আ’লীগের সভাপতি ডা. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, আ’লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র উপদেষ্টা প্রফেসর সাব্বির সাত্তার তপু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ হাসান বিল্পব, ২৮ নম্বর ওয়ার্ড (পশ্চিম) আ’লীগ সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক খায়রুল বাসার সুগার প্রমুখ। পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, ২৮ নম্বর ওয়ার্ড (পশ্চিম) যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিঠু শেখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ