মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রোগির স্বজনদের হাতে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে আড়াই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নার্সরা। গতকাল শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তারা এই কর্মবিরতি করেন।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোতাহার হোসেনের জানান, গত শুক্রবার রাতে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে রোগির স্বজনদের হাতে একজন সিনিয়র স্টাফ নার্স লাঞ্ছিত হন। এর প্রতিবাদে নার্সরা সকাল ৯টা থেকে কর্মবিরতিতে যান। পরে তারা হাসপাতাল পরিচালকের সঙ্গে সাক্ষাত করেন।
পরিচালক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে নার্সরা কর্মবিরতি স্থগিত করে কাজে যোগ দেন বলেও জানান প্রশাসনিক কর্মকর্তা।