শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরের সড়ক দুর্ঘটনায় বিপুল হোসেন (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ এপ্রিল) সকাল ১১:৪৫ মিনিটে উপজেলার মহারাজপুরে লালপুরে পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ হতাহতের এ ঘটনা ঘটে। নিহত বিপুল রাজশাহীর বাঘা থানার সুলতানপুর গ্রামের আক্কাস মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ রায়হান নামে হেলপারকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, বিলমারিয়া হতে নওপাড়াগামী পাওয়ার টিলারের সাথে নওপাড়া হতে বিলমারিয়াগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হলে মোটরসাইকেল চালক রাজশাহী জেলার বাঘা থানার সুলতানপুর গ্রামের আক্কাস মিয়ার ছেলে বিপুল হোসেন (৪৫) রাস্তায় ছিটকে পড়ে রক্তাক্ত জখম প্রাপ্ত হলে স্থানীয় লোকজন বিপুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিপুল কে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ নাসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার পর পুলিশ রায়হান নামে হেলপারকে আটক করেছে। সে লালপুর উপজেলার চকজকৈনগর এর জাবেদ আলীর ছেলে।