লালপুরে অর্ধশতাধিক নারীর গোসলের ছবি ধারণ, যুবককে গণধোলাই

আপডেট: মে ১২, ২০২৪, ৯:১৭ অপরাহ্ণ


লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে নারীদের গোসলের অশালীন ভিডিও ও ছবি ধারণের অভিযোগে সাজেদুর ইসলাম (৩২) নামে এক যুবককে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। এঘটনায় ভুক্তভোগী এক নারী ওই যুবকের বিরুদ্ধে লালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
রোববার (১২ মে) সকাল ৮ টায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদাহ গ্রামে এ ঘটনা ঘটেছে। একই গ্রামের মতলেব আলীর ছেলে অভিযুক্ত সাজেদুর।

স্থানীয়রা জানান, নারীদের গোসলসহ বিভিন্ন সময়ে চলাফেরার অশালীন ছবি তোলা সাজেদুরের বিকৃত নেশা। ওই যুবকের স্মার্টফোনে অর্ধশতাধিক বিভিন্ন বয়সী নারীর অশালীন ছবি পাওয়া যায়। এতে এলাকার নারীরা একত্রে হয়ে ওই যুবককে এবিষয়ে জিজ্ঞাসা করলেও তাদেরও অশ্লীল ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে উপস্থিত নারীরা ওই যুবককে গণধোলাই দেয়। পরে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেওয়া হয়েছে।

এ ব্যপারে অভিযুক্ত সাজেদুর ইসলাম বলেন, আমার মোবাইলে এইসব নারীর ছবি আমি তুলি নি। ছবি কি ভাবে আমার ফোনে আসলো তা আমার জানা নায়।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত-কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ