লালপুরে আফতাব হোসেন ঝুলফুর গণসংযোগ

আপডেট: মে ১৪, ২০২৪, ৮:৪৫ অপরাহ্ণ


লালপুর (নাটোর) প্রতিনিধি):


উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের লালপুরে আ’লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যাপক গণসংযোগ করছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আ’লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু।
মঙ্গলবার (১৪ মে) সকাল হতে দুপুর পর্যন্ত উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন মোড়ে ও বাজারে গণসংযোগ করেন তিনি।

এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরেছেন। এ ধরনের গণসংযোগের ফলে প্রতিটি এলাকায় নির্বাচনী উৎসবের আমেজ বিরাজ করছে।

গণসংযোগ কালে দলীয় নেতা-কর্মীরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আফতাব হোসেন ঝুলফুকে চেয়ারম্যান পদে সমর্থন দেওয়ার আশ্বাস ব্যক্ত করেন।

উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আফতাব হোসেন ঝুলফু বলেন, উপজেলা পরিষদ হচ্ছে জনগণের উন্নয়নের কেন্দ্র বিন্দু। ফলে বর্তমান সরকারের উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ ও আদর্শ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা অবশ্যই আমার দোয়াত কলম প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আ’লীগের সহ-সভাপতি খায়রুল বাসার ভাদু, আমজাদ হোসেন, আব্দুল্লাহেল সাফি টুকু, ওয়ালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ