লালপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আপডেট: জানুয়ারি ২৮, ২০২৩, ১১:০৩ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি :


নাটোরের লালপুরে আবুল কালাম (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার বড়বাদকয়া গ্রামে ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ আল আমিন নামের একজনকে আটক করেছে পুলিশ। নিহত কালাম বড়বাদকয়া গ্রামের ইনছার আলির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার বিলমারিয়ায় কালাম নামে একজনকে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে আঘাতের চিহ্নসহ বড়বাদকয়া গ্রামের একটি পুকুরপাড় থেকে কালামের মরদেহ উদ্ধার করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি মনোয়ারুজ্জামান জানান, প্রাথমিকভাবে পুলিশের ধারণা পারিবারিক বিরোধীদের জেরে কালামকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় নিহতের ভাই শহিদুজ্জামান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। এরই মধ্যে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহ আল আমিন নামের একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ