রবিবার, ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে আয়োজিত লালপুর সুপার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জুন) বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় পদ্মা নদীর পাড়ে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, এই আয়োজনের মূল লক্ষ্য-মাদকের ক্ষতিকর ছোবল থেকে যুবকদের ফিরিয়ে আনা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো। প্রকৃতির মাঝখানে এমন আয়োজনে দর্শক ও খেলোয়াড়দের মাঝে ছিল বাড়তি উৎসাহ।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম হলুদ।
তিনি বলেন, ‘মাদক আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে। মাঠের খেলা তরুণদের সেই ধ্বংস থেকে রক্ষা করতে পারে।’
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিব আহমেদ, সমাজসেবক আবুল কালাম আজাদ প্রমূখ।