লালপুরে গমের নাড়াতে লাগানো আগুনে পুড়লো ১৫ বিঘা জমির ফসল

আপডেট: এপ্রিল ২, ২০২৪, ১০:২৮ অপরাহ্ণ


লালপুর (নাটোর) প্রতিনিধি:নাটোরের লালপুরে গমের নাড়াতে (আগাছা) লাগানো আগুনে পুড়লো ১৫ বিঘা জমির ফসল। এতে ১৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর বরেন্দ্র অঞ্চলের বোরিংয়ের মাঠে এঘটনা ঘটে। পরে লালপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানায়, রামকৃষ্ণপুর গ্রামের সুজনের জমির নাড়া পুড়তে পুড়তে আগুন চলে আসে পাশের জমিতে। জমির আল টপকে আগুন গম ও রসুনের জমিতে লেগে যায়। পাঁকা গম, রসুন পুড়ছে দেখে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তত ক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে ১৫ বিঘার জমির ফসল।

ক্ষতিগ্রস্ত কৃষক শরিফ উদ্দিন এবং জামাল উদ্দিন বলেন, পুড়ে যায়া ওই সব জমির ১ বিঘায় কমপক্ষে ১৫ মণ গম উৎপাদন হয়েছে। সে হিসেবে ১৫ বিঘা জমিতে আনুমানিক ২শো২৫ মণ গম পুড়ে ছাই হয়ে যায়। এর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা।

লালপুরে গমের এবিষয়ে লালপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুস সালাম বলেন, গমে নাড়া পুড়াতে গিয়ে অসাবধানতাবশত অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। জমিতে এমন অগ্নিকান্ডের ঘটনা এড়াতে কৃষকদের সতর্ক থাকার আহবান জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version