মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে ওড়না গলায় পেঁচিয়ে ফাতেমাতুজ্জহুরা সম্পা(২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল গ্রামে এঘটনা ঘটে। ওই নারী একই এলাকা ইতালি প্রবাসী কাজল আহমেদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় ওই গৃহবধূ। এসময় বাড়ির লোকজন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ধুপইল সার্জিক্যাল হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।