লালপুরে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ, ঝলসে গেল শিশুর মুখমণ্ডল

আপডেট: ডিসেম্বর ২০, ২০২৩, ১২:৪০ অপরাহ্ণ


লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় গৃহবধু রিমা খাতুনসহ এক শিশু আহত হয়েছেন। রিমার পাশে দাঁড়িয়ে থাকা চার বছরের ভাতিজি মাইমুনার মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ অ্যাসিডে ঝলসে যায়।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৯:৩০ মিনিটে উপজেলার দুড়দুড়িয়ায় এই ঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ জিয়ার (২৫) সাথে দুড়দুড়িয়া নতুনপাড়া গ্রামের রান্টু আলীর মেয়ে রিমা খাতুনের (২২) বিয়ে হয়। পরে মাদক মামলায় স্বামীর জেল হলে ৪ মাস আগে জিয়াকে তালাক দেয় রিমা।

পরে জামিনে বের হয়ে রিমাকে অ্যাসিড নিক্ষেপ করে জিয়া। এতে রিমার পাশে দাঁড়িয়ে থাকা তার চাচাতো ভাইয়ের চার বছরের শিশু কন্যা মাইমুনার শরীরের কিছু অংশও অ্যাসিডে ঝলসে যায়। পরে তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ