লালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩, মুক্তির দাবিতে সড়ক অবরোধ

আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এঘটনায় আটককৃতদের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেছে বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টা থেকে দফায় দফায় ৩ ঘণ্টা লালপুর থানার সামনে ও ত্রিমোহনীতে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ রেখেছেন তারা।

গ্রেপ্তারকৃতরা হলেন, লালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও লালপুর কলোনি গ্রামের মৃত আনেজের ছেলে খোকন খাঁ (৫০), তার দুই ছেলে ছাত্রদল কর্মী ফিরোজ (৩০) ও অনিক (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁদাবাজির অভিযোগে গভীর রাতে সেনাবাহিনী লালপুর কলোনীতে অভিযান চালিয়ে খোঁকন ও তার দুই ছেলে আটক করে লালপুর থানায় হস্তান্তর করে। পরে সকালে আটককৃতদের মুক্তির দাবি প্রথমে লালপুর থানার সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলে তারা পুনরায় লালপুর ত্রিমোহনী অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে। এতে সড়কে তীব্র যানযট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব হারুন রশীদ পাপ্পু বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। একটি ভুল বোঝাবুঝির কারণে সেনাবাহিনী তাদের আটক করেছে এবং মারধরও করেছে। আমরা তাদের মুক্তি চাই।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, সেনাবাহিনী রাতে ৩ জনকে লালপুর থানায় হস্তান্তর করেছে ৷ অপরাধ দমন আইনের মামলায় ৩ জনকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version