লালপুরে চিনিকলের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভূক্ত করার দাবিতে মানববন্ধন

আপডেট: অক্টোবর ৩, ২০২৪, ৪:২২ অপরাহ্ণ


লালপুর (নাটোর) প্রতিনিধি:


বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোকে লাভজনক ও যুগোপযোগী করতে চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভূক্তসহ তিন দফা দাবিতে নাটোরের লালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল গেটের সামনে এ মানববন্ধন করেন চিনিকলটির কৃষি বিভাগের শ্রমিক ও কর্মচারীরা।

এতে দাবি বাস্তবায়ন কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চলনায় বক্তব্য রাখেন, চিনিকলটির শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশফাকুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু প্রমূখ।
এসময় বক্তারা চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাত, কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অন্তর্ভূক্ত ও ইক্ষু সম্প্রসারণ উইং গঠনের দাবি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ