শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ মে) সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের পূর্ব পোকন্দা গ্রামে এঘটনা ঘটে। আহতরা হলেন, একই এলাকার মৃত মহাসীনের ছেলে আব্দুর রহিম (৪০), তার স্ত্রী শেফালী বেগম (৩৬) ও তার বোন মুর্শিদা (৩০)। অপর পক্ষের মজনু মন্ডলের ছেলে আলম (৪০) ও আব্দুস সালাম (৪২)।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আব্দুল হামিদের সঙ্গে আব্দুর রহিমের বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার সকালে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে দেশি হাসুয়া দিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ৫জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এবিষয়ে লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।