লালপুরে জমি নিয়ে জামাই-শ্বশুরের দ্বন্দ্ব, হামলায় আহত ৬

আপডেট: মার্চ ২৭, ২০২৩, ১১:৪৩ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে জামাই ও শ্বশুরের জমি নিয়ে দ্বন্দ্বের জেরে জামাই ও তার স্বজনদের হামলায় শ্বশুর পক্ষের অনন্ত ৬ জন আহত হয়েছেন।
রোববার (২৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের শেরপাড়া গ্রামে এঘটনা ঘটে। আহতরা হলেন, একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আমিরুল ইসলাম (৫০), রফিকুল ইসলাম (৩৫), রবিউল ইসলাম (৩২), শমসের আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), জিয়াউল হক (৩৫), জিল্লুর রহমান (৩২) ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শেরপাড়া গ্রামে তাজু মন্ডলের বাড়ির পাশে ওয়ারিসের জমি ভাগাভাগি নিয়ে দীর্ঘ দিন ধরে আমিরুল ইসলাম ও তার মেয়ে জামাই তাশেম সরকারের মধ্যে বিরোধ চলে আসছিল। এনিয়ে তাদের মধ্যে একাধিকবার হাতাহাতির ঘটনাও ঘটেছে। রোববার রাতে আমিরুল ইসলাম, জাহাঙ্গীর, জিয়া, জিল্লুরসহ আরও কয়েকজন বিরোধপূর্ণ জমিতে গম কাটতে যায়। এ সময় তাশেম সরকার ও তার স্বজনরা তাদের বাধা দেয়। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাশেমের লোকজন ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আমিরুলদের ওপর হামলা চালায়। এতে আমিরুলসহ অন্তত ৬ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ