মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
প্রতিনিধি, নাটোর (লালপুর)
লালপুর ১৭২ জনকে ত্রাণ প্রদান করা হয়
নাটোরের লালপুরে জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ জুন) নাটোর উপজেলার আড়বাব, দুড়দুড়িয়া, বিলমাড়িয়া ও লালপুর ইউনিয়নের ১৭২ জন হতদরিদ্রকে ত্রাণ হিসেবে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
লালপুর কলোনী গুচ্ছগ্রাম আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, নাটোর জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. মতিউর রহমান, লালপুর ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আব্দুল গণি, সাজেদা বেগম সাজু, আড়বাব ইউনিয়ন পরিষদ সদস্য সামসুল ইসলাম প্রমুখ।