লালপুরে দলিল লেখক সমিতির কমিটি গঠন সভাপতি ফিরোজ, সেক্রেটারি কাইয়ুম

আপডেট: জুন ৪, ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুর উপজেলা দলিল লেখক সমিতির আংশিক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সকালে উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। এ সময় উপজেলার সকল দলিল লেখকের মতামতের ভিত্তিতে ফিরোজ আল হক ভুইয়া কে সভাপতি ও আব্দুল কাইয়ুম কে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীর কমিটি গঠন করা হয়।

উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন হাজ্জ্বী ফজলুল হক, আবুল ফজল, হযরত আলী, আব্দুস সালাম ও আকবর আলী। লালপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সম্পাদক সহ দায়িত্বপ্রাপ্ত সকলকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও সাধারণ দলিল লেখক সহ সুধীজনরা।