শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
লালপুর (নাটোর) প্রতিনিধি:নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড আবুল কালাম আজাদকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে লালপুর উপজেলার গৌরীপুর স্কুল এন্ড কলেজ মাঠে এসংবর্ধনা দেওয়া হয়।এসময় নবনির্বাচিত সংসদ সদস্যকে ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীর ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমজাদ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল প্রমূখ।