মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিএনপির মানবাধিকার কমিটির সদস্য, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলে সাথে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের(বিএম সংযোজিত)নব গঠিত ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করেন।
শনিবার সকালে সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের লালপুর উপজেলার গৌরিপুর বাসবভন চত্বরে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের (বিএম সংযোজিত) নব গঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. হারুনার রশিদ (পাপ্পু), প্রধান শিক্ষক পদাধিকার বলে সাধারণ সম্পাদক খাজা শামীম মোহাম্মদ ইলিয়াস হোসেন, অভিভাবক সদস্য মো. রবিউল ইসলাম, শিক্ষক প্রতিনিধি সদস্য মো. আব্দুল বারী প্রমুখ।