বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে এক গৃহবধূ ও তাঁর ভাতিজিকে দাহ্য পদার্থ নিক্ষেপের ঘটনায় সাবেক স্বামী জিয়াউর রহমান জিয়া (৪১) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে তাকে ঝিনাইদহ জেলা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আর দগ্ধ দুজন হলেন উপজেলার নতুনপাড়া গ্রামের রান্টু আলীর মেয়ে রিমা ইয়াসমিন (২৭) ও তার চাচাতো ভাই লালন আলীর মেয়ে মাইমুনা খাতুন (৪)।
অভিযোগ সূত্রে জানা যায়, জিয়ার সঙ্গে বিয়ের পর রিমা খাতুন জানতে পারেন, তাঁর স্বামী একজন মাদকাসক্ত। কিছুদিন পর মাদক মামলায় জিয়ার সাজা হয়। এ পরিস্থিতিতে ৩ মাস আগে স্বামীর সঙ্গে রিমার বিবাহবিচ্ছেদ হয়। মামলায় জামিন পেয়ে জিয়া বুধবার রাতে রিমার বাবার বাড়িতে যান। সেখানে সাবেক স্ত্রী রিমার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে দাহ্য পদার্থ ছুড়ে মারেন। এতে রিমা ও তাঁর ভাতিজি মাইমুনার মুখমণ্ডল ও গলা ঝলসে গেছে। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের চিকিৎসা চলছে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, এঘটনায় ভুক্তভোগীর বাবা রান্টু আলী বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেন। পরে রাতে ঝিনাইদহ জেলায় অভিযান চালিয়ে অভিযুক্ত জিয়াউর রহমান জিয়াকে গ্রেপ্তার করা হয়।