রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
লালপুর (নাটোর) প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নৌকার মাঝি সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে লালপুর ও ঈশ্বরদী ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বআরে দ্বারে গিয়ে নৌকার পক্ষে ভোট পার্থনা করেন তিনি। এসময় তার সাথে ছিলেন গোপালপুর ডিগ্রি পাস ও অনার্স কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, লালপুর উপজেলা আ’ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, উপজেলা আ’লীগ নেতা কামারুজ্জামান লাভলু, আনিসুজ্জামান বাবু, রোকনুল ইসলাম, তোহিদুল ইসলাম বাঘা প্রমুখ।
সংসদ সদস্য বকুল বলেন, আমি লালপুর-বাগাতিপাড়ার মানুষের কল্যাণে সারা জীবন কাজ করে যেতে চাই। আমার ব্যক্তিগত কোনো লোভ-লালসা নেই। আমি দীর্ঘ পাঁচ বছর মানুষের উন্নয়নে কাজ করেছি। অসহায়-গরিব মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করেছি। আগামীতে নির্বাচিত হয়ে আপনাদের আবার সেবক হতে চাই।